বাংলাদেশ

চরফ্যাশন ঈদের ছুটিতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সাধারণ সেবা

মীর সাজু, ভোলা থেকে:ঈদের ছুটিতে সারাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান গুলো যখন বন্ধ ,মানুষ নিজ বাড়িতে  দীর্ঘদিনের  ছুটি পেয়ে আনন্দ উপভোগ করছে ,তখন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো সাধারণ জনগনের প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা নিশ্চিত করতে সেবা কেন্দ্রে সার্বক্ষনিক অবস্থান করে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা সহ অন্যান্য জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে পরিবার কল্যান পরিদর্শিকা ও মিডওয়াইফগন ।

জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ঈদের ছুটিতে সেবা প্রত্যাশীদের সেবা দিয়ে আসছেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূশন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র,ও ইউনিয়ন স্বাস্থ্য ও  পরিবার কল্যাণ কেন্দ্র সমূহ। এ তথ্য নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ছালাউদ্দীন বলেন, আমাদের সেবা কেন্দ্র গুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকাগন এই ঈদের ছুটিতে ও সার্বক্ষণিক ২৪/৭ সেবা নিশ্চিত করেছেন, প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো এখন মানুষের আস্থাযোগ্য অন্যতম সেবা প্রতিষ্ঠান।পাশাপাশি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে  ও জরুরি সেবা কার্যক্রম চালু ছিলো।
স্থানীয় জনগণ বিনামূল্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা পেয়ে  অনেক খুশি।এতে করে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে। পরিবার পরিকল্পনা ,মা ও শিশু স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবায় স্থানীয় পর্যায়ে এই প্রতিষ্ঠান গুলো বিশেষভাবে কাজ করে  যাচ্ছে।
তবে বেশ কিছু ইউনিয়নে  পরিবার কল্যাণ পরিদর্শিকা পদ শূন্য ,শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ দিলে সাধারণ জনগণ  আরো ও উপকৃত হবে এবং প্রান্তিক জনগণের দৌড়গোড়ায় সেবা নিশ্চিত হবে।দীর্ঘদিন ঔষধ সরবরাহ না থাকায় সেবা বিঘ্ন ঘটছে পাশাপাশি পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে ডেলিভারি কীট সরবরাহ করা জরুরি। প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবার পাশাপাশি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা বিভাগ।

Related Articles

Back to top button