উত্তরায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি মার্জিয়া খাতুন স্বর্ণা

উত্তরা থেকে মঞ্জুর মোল্লা: ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুব মহিলালীগের সহ সভাপতি ও হত্যা মামলার আসামী মার্জিয়া খাতুন স্বর্ণা উত্তরায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ৫ই আগস্টে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলেও বন্ধ হয়নি তার অপতৎপরতা। ফ্যাসিবাদী স্বৈরাচারের দোসর ও জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামী হয়েও উত্তরায় প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করছে না।
জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুব মহিলালীগের সহ-সভাপতি মার্জিয়া খাতুন স্বর্ণা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়েছিলেন ১১ নাম্বার কল্যান সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এবং উত্তরা এসোসিয়েশনের ছিলেন মহিলা ও যুব সম্পাদক। নিজের রুপ যৌবনকে ব্যবহার করে বিভিন্ন কায়দায় অর্থ বানানোর অভিযোগ হাতে এসেছে। অর্থের অবৈধ ব্যবহারে ছিলেন পটু, যুব মহিলালীগের সভানেত্রী নাজমার সাথে ছিলো তার ভাল সম্পর্ক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকের সাথেও ছিলো ভাল সম্পর্ক। যারফলে কাউন্সিলরদের কাছে ছিলো তার আলাদা কদর। থানা পুলিশ ছিলো তার সাথে সুসম্পর্ক। উত্তরার রাজনৈতিক অঙ্গন শক্ত অবস্থান তৈরি করতে কাজ করে যাচ্ছিলেন এই মার্জিয়া খাতুন স্বর্ণা, সফলও হতে যাচ্ছিলেন প্রায়। এমন সময়ে ছাত্র-জনতার আন্দোলনে তার স্বপ্ন ভেঙ্গে যায়। তিনি ছিলেন ছাত্রদের উপরে ক্ষিপ্ত। জুলাই বিপ্লবকে দমাতে তিনি ছিলেন তৎপর। উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ যারাই রাজপথে ছিলো ছাত্রদের দমাতে তাদের সবাইকেই তিনি অর্থ দিয়ে সহায়তা করেছেন। নিজেও তিনি সারাদিন ঘুরে ঘুরে উত্তরার সকল স্পটে হাজির থেকেছেন। ভেবেছেন টিকে যাবে তার খুনী নেত্রী ও ফেসিস্ট আওয়ামীলীগ। কিন্তু ছাত্রদের হাতেই পতন হয়েছে ডাইনীর রাজত্বের।
সরকার পতনের শোকে কিছুদিন অন্তরালে থাকলেও মার্জিয়া খাতুন স্বর্ণা এখন আবার প্রকাশ্য এসেছেন। ঘুরে বেরাচ্ছেন প্রকাশ্যই। ছাত্র হত্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে, কিন্তু তিনি ডোন্ট কেয়ার। পুলিশও তাকে গ্রেফতারে আগ্রহী নয়। এখনো তাকে ধরতে অভিযান চালায়নি একবারো। এদের আইনের আওতায় এনে বিচারের দাবী ছাত্র-জনতা ও আহত-নিহতদের পরিবারের।