“হোম কোয়ারেন্টাইন”
জয়িতা শিল্পী
গোটা পৃথিবীতে লড়াই চলছে
নিয়ন্ত্রিত অক্সিজেন গ্রহণ
নিয়ন্ত্রিত চলাচল, নিয়ন্ত্রিত যানবাহন
মেনে চলুন সামাজিক দুরত্ব
একটিই কথা ”হোম কোয়ারেন্টাইন”।
হাত ধোও বার বার কুড়ি সেকেন্ড করে
সর্দি কাশি হলে অবশ্যই মাস্ক পড়তে হবে
বিদেশ থেকে আসলে তবে
নিতে হবে ” আইসোলেশন”
অবশ্যই মানতে হবে ”হোম কোয়ারেন্টাইন”।
অকারনে চোখে মুখে হাত দিও না কেউ
সব বয়সের সবাই জানি মানবে এই নিয়ম
গুজব ছড়াতে করো বারন ছড়িও না আতঙ্ক
একটিই কথা ”হোম কোয়ারেন্টাইন”।
থাকো সবা সকর্ত।