শামীম চৌধুরী, বিশেষ প্রতিনিধি, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: র্যাবের গোয়েন্দা শাখার প্রধান হিসেবে লে. কর্নেল সারওয়ার বিন কাশেম, বিপিএম, পিএসসি, এসি দায়িত্বভার গ্রহণ করেছেন। র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মর্মে একটি অফিস আদেশ জারি করেন। লে. কর্নেল সারওয়ার বিন কাশেম আগে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন। মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে গোয়েন্দা শাখার প্রধান হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করা হয়।