শামীম চৌধুরী, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে মারধর ও বসতভিটা ভাংচুর করে এতিম ভাতিজাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে আপন চাচা। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইউপি মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভাতিজা মোঃ হেলাল। অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ইউপি মেম্বার বেলাল হোসেন বলেন, এতিম হেলালের প্রতি তার আপন চাচা জুলুম করছে। সে কারও কথা শুনতে চায় না।