মোঃ আঃ জব্বার, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল ছিদ্দিক বলেন, শুধু লেখাপড়া নয়, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাও করতে হবে। খেলাধূলায় মন ও শরীর-স্বাস্থ্য ভাল থাকে। তিনি আরও বলেন, যৌতুক ভিক্ষাবৃত্তির চেয়েও জঘন্য। সমাজ থেকে যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে আমাদের সচেতনতাবোধ জাগ্রত করতে হবে।
গত ৩০ জানুয়ারী সকালে ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে, আই) ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল ছিদ্দিক এসব কথা বলেন।
মাদরাসার গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব এ্যাড. মোঃ ইমদাদুল হক সেলিম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ বর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষ, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মের শত বছর প‚র্ণ হবে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষকে সামনে রেখে ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা করা হয়েছে। মাদ্রাসা প্রসঙ্গে তিনি বলেন, এ মাদ্রাসার গভর্নিংবডি অত্যন্ত দক্ষ গভর্নিংবডি, বিগত ২৯ বছর পর এ মাদ্রাসায় একজন ভাল মনের মানুষ, প্রতিষ্ঠান ও শিক্ষক দরদী দক্ষ ও অভিজ্ঞ অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। আপনার সকলেই অধ্যক্ষ সাহেবকে সার্বিক সহযোগিতা করবেন। মাদ্রাসার উন্নয়নে তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই এ মাদ্রাসায় কামিল খোলা হবে, বহুতল ভবন নির্মাণসহ মাদ্রাসার অবকাঠামোর উন্নয়ন করা হবে, এবং দ্রুত সময়ের মধ্যেই নবনির্মিত আলাদা এবতেদায়ী ক্যাম্পাসটি চালু করা হবে। শিক্ষক-শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ড্রেস শতভাগ বাস্তবায়নসহ মাদ্রসার সার্বিক শৃংখলা রক্ষায় শিক্ষকগণের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক অত্র মাদ্রাসার গভর্ণিংবডির সদস্য ড. আমান উল্লাহ, মাদ্রাসার গভর্ণিংবডির সদস্য, তাওহিদীয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাও. শামসুজ্জামান, কাজী মোঃ ইমান আলী, মোঃ হুমায়ন কবির, উপজেলা কামিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশীদ হারুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও. মোঃ ইউনুছ আলী। ইংরেজী বিষয়ের সহকারী অধ্যাপক এ.কে.এম শাসুজ্জোহা এর পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গভর্ণিংবডির সাবেক সদস্য মোঃ চান্দালী সরকার, ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী প্রমূখ।
খেলায় মাঠ অধিনায়কের দায়িত্ব পালন করেন শরীরচর্চা শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহ-মাঠ অধিনায়কের দায়িত্ব পালন করেন প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ এখলাছ উদ্দিন, শিক্ষক মোঃ আঃ মতিন। বিকালে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।