শামীম চৌধুরী, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয় রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কাঞ্চন পৌরসভা এলাকায় যে কোনো গাড়ি প্রবেশ করলে একটি চক্রকে ৫০-১০০ টাকা চাঁদা দিতে হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে ঢাকা বাইপাস মায়ার বাড়ি থেকে কাঞ্চন পৌর বাজার এলাকায় চাঁদাবাজি করার সময় তিনজনকে চাঁদাবাজির সময় গ্রেপ্তার করে পুলিশ।