বিশেষ প্রতিনিধি, টাইমস ২৪ ডটনেট,ময়মনসিংহ থেকে: ঢাকা- ময়মনসিংহ সড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে দুটি পিকআপের সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তালাককোর্ট গ্রামের আব্দুস সালামের ছেলে আজিম (২১) ও নেত্রকোণার টাগরাকোণা গ্রামের মানিকের ছেলে রাজনরবিদাস (২৮)। আহতরা হলো- সাইফুল ইসলাম(৩০) ও যাত্রী রবি উল্লাহ (৫০)। আহত যাত্রীদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, মাছ বহনকারী ঢাকাগামী একটি বড় পিকআপ ওই স্থানে মেরামতের সময় আরেকটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে বিকল ট্রাকের পিছনে ধাক্কা দিলে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বড় পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। এতে বড় পিকআপের হেলপার ঘটনাস্থলেই এবং অপর পিকআপের যাত্রীকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।