টাইমস ২৪ ডটনেট, ঢাকা :ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মো.আতিকুল ইসলামকে জয়যুক্ত করতে সম্মিলিত পেশাজীবীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। শনিবার বিকালে রাজধানীর তেজগাঁও নাবিস্কো মোড়, নাখালপাড়া ও লুকাস ব্যাটারী মোড়ে নৌকা প্রতিকের পক্ষে লিফলেট বিতরনের মাধ্যমে এই প্রচারণা চলে। প্রচারণা শেষে তেজগাঁও রেলগেটস্থ মেয়র আতিকের নির্বাচনী ক্যাম্পে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পেশাজীবীদের পক্ষে ওয়াল্ড ইউনিভাসির্টির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ,মুক্তিযোদ্ধা নাজমুল আহসান পাখি, জয়বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, সাবেক ছাত্রনেতা তারেক রহমান, এ্যাডভোকেট কামরুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আল আমিন মানিক ও লিটন মিয়া প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।