মোহিত চৌধূরী
সময়ের বিবর্তণে শ্রাবণ মাসটিকে
আমার দিনলিপিতে আমি ‘মুজিব মাস’ বলি,
মুজিব মাসেই বাঙালী হারিয়েছে
তাদের জাতির পিতা।
বাংলার আকাশ-বাতাস-জল প্রকৃতি
সাগর-গিরি-নদ বাংলার আলপথ্,
পঞ্চান্ন হাজার বর্গমাইলের হৃদয় জুড়ে
শোষিত বাঙালীর জীবন শিল্পের স্বপ্নের ছবি আঁকে।
যার বজ্রকন্ঠে হিমালয় কেঁপে ওঠে
পদতলে বঙ্গোপসাগর আছ্্ড়ে পড়ে,
দেশপ্রেম প্রশ্নাতীত কিংবদন্তী
যৌবনের রোজনামচা?
ভীমকারার ওই ভিত্তি মূলে
বিরহের রণসঙ্গীতে নৃত্য করে,
আমি বিনাশ চাই বিনাশ
পিতৃ হন্তারকদের বিনাশ।
পোশাকী গনতন্ত্রের বিনাশ
মেকি সমাজতন্ত্রের বিনাশ,
ধর্ম নিরপেক্ষহীনতার বিনাশ
বাঙালী জাতীয়তাবাদ বিকাশহীনতার বিনাশ।
আমি বিনাশ চাই বিনাশ
স্বাধীনতা বিরোধী প্রতিবিপ্লীদের বিনাশ,
জাতীয় ইতিহাস বিকৃতকারীর বিনাশ
জাতীয় পতাকার অসম্মান প্রদর্শণকারীর বিনাশ।
জাতীয় সঙ্গীতে বিতার্কিকের বিনাশ
সেক্যূলার শাসনতন্ত্রের বুকে,
সাম্প্রদায়িক তীরন্দাজের বিনাশ
মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধহীনতার বিনাশ।
আমি বিনাশ চাই বিনাশ
রবীন্দ্রনাথের পঙ্্ক্তিমালার প্রতি,
শ্রেণী ঘৃনার বিনাশ
নজরুলের অগ্নিবীনায় অসাম্যের বিনাশ।
জীবনানন্দের রূপসী বাংলায়
পাকসার জমিন স্বাদবাদের বিনাশ,
ভাষা শহীদদের রক্তে ভেজা বর্ণমালায়
বাংরেজি বাবুদের বিনাশ।
শহীদ বুদ্ধিজীবীর অসমাপ্ত পঙ্্ক্তিমালায়
সাম্প্রদায়িক পঙ্্ক্তিমালার বিনাশ,
আমি চাই জাতীয় ঐক্য সুষম বন্টন
জাতীয় শৃঙ্খলা সততা।
জাতীয় অগ্রগতি, সমৃদ্ধি, উৎপাদন, উন্নয়ন
শিক্ষা-শান্তি-সংস্কৃতি, মানবাধিকার,
বাক্্ স্বাধীনতা, সুশাসন, সুনাগরিক
সোনার বাংলা বিনির্মাণের যাবতীয় স্বকীয়তা।
আমি বিনাশ চাই বিনাশ
দূর্নীতিবাজ, বø্যাকার. সন্ত্রাস-জঙ্গিবাদের বিনাশ,
দেশদ্রোহী, বিশ্বাস ঘাতক
জাতি দ্রোহীর সমূলে বিনাশ।
ফ্লোরেন্স সিটি, ইটালী
সোমবার, প্রথম প্রহর