মাসুদ জিয়া, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : রাজধানীর মিরপুরে বিভিন্ন এলাকায় নতুন নতুন কৌশলে সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে। সন্ত্রাসীরা তাদের সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করার পর টার্গেট ব্যক্তির কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। কেউ চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে পথরোধ করে হুমকি দিচ্ছে। কোন কোন সময় বাসায় গিয়ে হামলা চালায় এবং অপহরণের হুমকি দেয়। এইসব ব্যাপারে সংশ্লিষ্ট থানায় জিডি করেছে ভুক্তভোগীরা।
জানা গেছে, রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে। সন্ত্রাসীরা প্রথমে তাদের নিয়োগকৃত সোর্স ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির মালিকের কাছে চাঁদা দাবি করছে। তবে সন্ত্রাসীরা ফোনে চাঁদা না চেয়ে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করছে।
অভিযোগে আরো জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে পল্লবী থানার ব্লক বি, ৬১/১, ৬১/২, রোড: ৪, ব্লক: বি, ফ্ল্যাট-৬০১, সেকশন-১২, পল্লাবী’র বাসায় ফিরছিলেন গৃহবধূ সুফিয়া বেগম ও তার স্বামী শফিকুর রহমান। এসময় ৩/৪ জন অজ্ঞাত সন্ত্রাসী তাদের পথরোধ করে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদর্শন করে। সন্ত্রাসীরা তাদেরকে বলেছে ওই বাড়ীর আশপাশেই থাকে। তারা সবকিছু জানে এবং তাদের প্রতি লক্ষ রাখছে। তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। দাবীকৃত চাঁদা না দিলে সন্ত্রাসীা সুফিয়া বেগমের বিদেশে বসবাসরত ছেলে মেয়ের ক্ষতি হবে বলে জানায়। এছাড়াও সুফিয়া বেগম ও তার স্বামীকে হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা। এব্যাপারে সুফিয়া বেগম বাদী হয়ে পল্লবী থানায় একটি জিডি করেছেন। জিডি নম্বর হচ্ছে ২৫৯, তারিখ: ৩ মার্চ’২০২০ ইং। এতে করে সুফিয়া বেগম ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।