শামীম চৌধুরী, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: সোমবার সকাল ১০টায় সরকারী নির্দেশমতে এয়ারপোর্ট ও হাজী ক্যাম্পের সামনে পথচারীদের মাঝে জন সচেতনতা ও বাধ্যতামূলক মাস্ক পরিধান ও পরিস্কার পরিচ্ছন্ন উপর মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযান কালে যাদের মুখে মাস্ক নেই তাদের কাছ থেকে জনপ্রতি ২০০ শত টাকা করে জরিমানা আদায় করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ফ্রিতে মাস্ক বিতরন করেন। অভিযান কালে পথচারীদের মাঝে জনসচেতনতা ও বাধ্যতামূলক মাস্ক পরিধান ও পরিস্কার পরিচ্ছন্নতার উপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিফাত ফেরদৌস ও পিএ আতিকুল ইসলামের সাথে কথা বললে সাংবাদিককে জানায়, এখন থেকে সরকারের নির্দেশমতে জনগণের মাঝে বাধ্যতামূলক মাস্ক পরিধানের উপর আমাদের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। আরো জানায়, আজকের মোবাইল কোর্ট পরিচালনার সময় ৭টি মামলা ও জরিমানা বাবদ ৩ হাজার ১শত টাকা আদায় করা হয়। এ সময় অভিযানে রাজধানীর দক্ষিণখান ও বিমানবন্দর থানা পুলিশকে অংশগ্রহণ করতে দোখা যায়।