লেখক: মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
বারে বারে মোরা আসি ফিরে
আসি ফিরে প্রভু তোমার দ্বারে
ক্ষমা করো প্রভু ক্ষমা করো
ক্ষমা করো এই অধমদেরে।
ভুবন জুড়ে তোমার মহিমা
তোমার কৃপার দান
মোরা অকৃতজ্ঞ মোরা পাপী
করো মোদের প্রভু পরিত্রান।
কৈশোর, যৌবনের উদ্দামেতে
ডাকি নাই তোমার নাম
বার্ধক্যে যে বড় অসহায় লাগে বুঝি মোদের
অনুপাতে বুঝি এখন কি করিলাম।
দয়া করো প্রভু দয়া করো মোদের
ভুলে ভুলে গেল মোদের জীবন
তুমিতো সেরা তুমিতো সর্বশ্রেষ্ঠ
মাফ করে দাও, জানি তুমি প্রভু, নও যে তুমি কৃপণ ।