লেখক : মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
ভুলিনি তোমায় ভুলতে পারব না যে কখনো
কাছে আসিনা পাশে থাকি না
ভেবো না ভুলে গেছি দূরে চলে গেছি
ভুলতে পারবো না ভুলেও যেতে পারি না।
ব্যথার তরে মন পুড়ে মরে
সুভাষিত ফুল নিয়ে তোমার পানে যাই
দৃষ্টিনন্দন এ মুগ্ধ হও ফুল দর্শনে
তোমার গভীর ছোঁয়াতো তবুও না পাই।
সকাল সন্ধ্যা রাত্রি প্রহরে
কুল কুল নদী হয়ে সাগরে যেন মরি
তুমি দুরে থাকো কাছে না আছ
আমি বলো কি করি।
সকাল পেরিয়ে সন্ধ্যা নামে
খেকশিয়ালের মর্মবিদারী ডাক
জোনাকির মতো আমি যেন সদা সজল
আমার ব্যথা আমারই কেবলই না হয় থাক।
পার জয়ী পাখির মত চার শত ফুট উপরে
ভালোবাসার বাচ্চা যেন তোমার সুরক্ষিত
ভূ-তলে বসে যে কেউ তোমার অপেক্ষায়
কেন না দু হাত বাড়িয়ে সে ভালোবাসাকে করো পরিমিত।
ভালোবাসার তরে কতজন কেঁদে ফেরে
কেউ ভালোবাসা পায় কেউ পায় না
যে ভালোবাসা তোমার দোরগোড়ায় কড়া নাড়ে
তার চেয়ে যে সার্থক ভালবাসা যে আর হয় না।