টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বরিশালের বানারিপাড়া থেকে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুই পুরুষ ও এক নারী রয়েছেন। তাদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মরিয়ম বেগম (৭৫), তার মেয়ের জামাই শফিকুল আলম (৬০) এবং বোনের ছেলে ইউসুফ (২২)।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ জানান, শনিবার সকালে এ মরদেহগুলো উদ্ধার করা হয়। শনিবার ভোরে বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের বোড স্কুলসংলগ্ন একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। ডাকাতরা তাদের হত্যা করেছে বলে স্থানীয়রা সন্দেহ করছেন।