ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৫ এপ্রিল) উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজার সংলগ্ন মুন্সী বাড়ীতে এ ঘটনা ঘটে। এলাকাবাসি জানান, মানসিক ভারসাম্যহীন ছেল কয়েক দিন যাবৎ পিতা আ: খালেক (৬৫) কে হত্যা করার হুমকি দিয়ে আসছিল পুত্র লিটন ওরফে মোল্লা( ৩৫)। হুমকীর পর থেকে বাবা ছেলের চোখের আড়ালেই থাকতেন। শনিবার রাতে সেহরি খাওয়া শেষে ঘুমিয়ে পড়লে বাবার ঘরে ঢুকে কুপিয়ে ছেলে লিটন এ হত্যাকান্ড ঘটায়। পরে এলাকাবাসি ঘাতক পুত্রকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে কে অাটক করেন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল হক মুন্না বলেন, ছেলে কে অাটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে খুন হয়েছে তদন্ত করলে বিস্তারিত বলা যাবে।