টাইমস ২৪ ডটনেট, ফুলবাড়িয়া থেকে: ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নতুন ওসি মোহাঃ আজিজুর রহমান যোগদান করেছেন। মঙ্গলবার (২৬ মে) মোহাঃ আজিজুর রহমান ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এ সময় পুলিশ পরিদর্শক ( তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না এর নেতৃত্বে থানার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ফুলবাড়িয়া থানা পুলিশ। মোহাঃ আজিজুর রহমান এর পূর্বে ময়মনসিংহের ত্রিশাল থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে মো. ফিরোজ তালুকদার মঙ্গলবার (২৬ মে) বিকেলে ময়মনসিংহের কোতয়ালী মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন বলে জানিয়েছেন ফুলবাড়িয়া থানার সেকেন্ড অফিসার শাহ্ মো. সেকান্দর আলী।