মোঃ আঃ জব্বার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদের সামনে টিসিবি’র খোলা বাজারে পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল সিদ্দিক। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ। খোলা বাজারে টিসিবি’র পেঁয়াজ বিক্রির খবর শুনে বিভিন্ন শ্রেণির মানুষ ভিড় জমায়। মিশর থেকে আমদানিকৃত বড় সাইজের প্রতিকেজি ৪৫ টাকা করে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি পেঁয়াজ বিক্রি করছে মেসার্স আলভী এন্টারপ্রাইজ।