বিশেষ প্রতিনিধি, টাইমস ২৪ ডটনেট, ময়মনসিংহ থেকে : বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে ফলিয়ার খাল পানি ব্যবস্থাপনা কমিটির জাইকা প্রকল্পের খাল খনন ও বাধ নির্মান কাজ পরিদর্শন করেছেন ফুলবাড়িয়া উপজেলা প্রকৌশলী জনাব সালমান রহমান রাসেল। এ সময় তার সংগে ছিলেন, ফুলবাড়িয়া এলজিইডি’র সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম।
ফলিয়ার খাল পানি ব্যবস্তাপনা কমিটি উপ প্রকল্প ২ এর জাইকার অর্থায়নে এলজিইডি’র তত্বাবধানে এল জিএস ১৫ টি গ্রুপের মধ্যে ৯টি গ্রæপের কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। প্রতি গ্রæপে ২৫ জন শ্রমিক কাজ করছে বলে জানিয়েছেন ফলিয়ার খাল পানি ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক শামছুর রহমান সুমন। বৃহস্পতিবার শিবপুর ও পুটিজানা ইউনিয়নের বড়খিলা গ্রামের সীমান্তবর্তী কাছিম বিল পাড় বাধ নির্মান কাজ পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা প্রকৌশলী জনাব সালমান রহমান রাসেল।