বিশেষ প্রতিনিধি, টাইমস ২৪ ডট নেট, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৯ নং এনায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয় বুলবুল হোসেন । সাধারন সম্পাদক পদে দু’জন প্রার্থী আমছর আলী ৯২ ভোট এবং এ কে এম মজিবুর রহমান ৯২ ভোট পেলে দুজনের ভোট সমান হওয়ায় সাধারন সম্পাদক পদে ঘোষনা না হওয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ¦ মোসলেম উদ্দিন এডভোকেট জেলা আওয়া মীলীগের সভাপতি ও সম্পাদকের পরামর্শে তার নিজ কাষ্টটিং ভোট দিয়ে আমছর আলীকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করেছেন।
৭ ফেব্রæয়ারী অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোসলেম উদ্দিন এডভোকেট স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাধারন সম্পাদক প্রার্থী দু’জনের সমান ভোট হওয়ায় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক ও সাধারন সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেনের সাথে আলোচনা সাপেক্ষে কাউন্সিল অধিবেশনের সভাপতি হিসেবে সার্বিক বিবেচনায় সাধারন সম্পাদক প্রার্থী আমছর আলীকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি তার নিজ কাষ্টটিং ভোট দিয়ে আমছর আলীকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করেন।