মোহাম্মদ রফিক, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্ক, সাবেক (ভিক্টোরীয়) পার্ক। সংস্কারের নামে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ফুটপাত দখল করে উন্নয়ন কাজ করার যে পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে, এতে করে জনগনের চলার পথ না থাকায় চরম ভোগান্তির শিকার পথচারী ও শিক্ষার্থীগণ। এখানে দুটি কলেজ, একটি বিশ্ববিদ্যালয়, কয়েকটি স্কুল, বাস স্ট্যান্ড সহ ঢাকা নৌ-বন্দর রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। শিক্ষার্থী ও পথচারীদের দাবী ফুটপাত বিহীন রাস্তায় যে কোন সময় দূর্ঘটনার শিকার হবে জনগন। এ দূর্ঘটনার দ্বায়বদ্ধতা কে নেবে। এমনকি মৃত্যু ও হতে পারে। তাই ফুটপাত রেখে সংস্কার করা উচিৎ বলে মনে করে এ দেশের সচেতন জনগন।