লেখক : মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
ফাগুনের আগুনে প্রকৃতি উদ্ভাসিত
রঙে রঙ্গিন চারিধার
বসন্ত বাতাসে পুষ্পরেনুর আবেশে
প্রজাপতি ফুলে ফুলে একাকার।
শীতের পরশ কমে গিয়েছে
ফাগুনের এখন মৃদুমন্দ হাওয়া
সরষে ফুলের, হলুদে দিগন্ত ছেয়েছে
আম্র মুকুলে, ভ্রমরের আসা যাওয়া।
গমের ক্ষেতে, শন শন বায়ু
হৃদয়ে দেয় যে দোলা
খাল-বিলের পানি শুকিয়ে, প্রায় নিঃশেষ
মাছেদের, সহজে দেখা যায় খেলা।
কাঁঠালের মুচি, বৃক্ষ শাখায়
থরে, থরে, সেজে উঠে
লিচুর মুকুলেরা, ফুটি ফুটি করে
অপেক্ষায়, চৈত্রের পরে।
কাঁঠাল, জামরুল, deneme bonusu veren siteler আতা, জাম
থাকে, তাপদাহের আসে
কোকিল গেয়ে-যায়, আপন মনে
ফুল বাগিচার পাশে।
বাঙ্গি, তরমুজ, থরে, থরে সাজে
কৃষানীর, মুখে হাসি
আস্বাদনের তরে, সকলে উন্মুখ
মৌ মাস আসার তরে, সকলে খুশি।
ফাগুন আছে, চৈত্র আসবে
বৈশাখ, জৈষ্ঠ, আসার ও চলে যাবে
ঋতুচক্রকে ভালভাবে বুঝে
প্রকৃতির সাথে, সঠিক ব্যবহার করতে হবে।