টাইমস ২৪ ডটনেট, ঢাকা: তার নিজের প্রতিষ্ঠান “প্রাপ্তি আর্ট সাইন” এর ব্যানার হতে গান রিলিজ করে আসছেন। তিনি বিভিন্ন শিল্পীদের দিয়ে কখনো গান করাচ্ছেন আবার তিনি নিজেও কখনো গান করছেন। এভাবেই চলছে তার সংগীত জীবন, পল এলড্রিন অসির পরিচালনায় এ পর্যন্ত প্রাপ্তি আর্ট সাইনের ব্যানারে ৩৫ টি গান ইতিমধ্যে রিলিজ হয়েছে, ৭ টি নতুন গান মুক্তির মিছিলে, তার করা প্রতিটি গানেই পাওয়া যায় মা, মাটি ও দেশ এর গন্ধ। গানের পাশাপাশি পল এলড্রিন অসি দীর্ঘদিন ধরে নানাবিধ উন্নয়নমুলক কর্মকান্ডের সাথে নিভিরভাবে সম্পৃক্ত রয়েছেন। দেশের নানা প্রান্তে ছুটে যান অসহায় ও দুস্থ্য মানুষগুলোর পাশে। কষ্টে থাকা কিছু কিছু অসহায় মানুষগুলোর একমাত্র ভরসা পল এলড্রিন অসি।
ঢাকা মেডিক্যাল কলেজ হসপিটালের বার্ন ইউনিটের পুড়ে যাওয়া রোগিদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন পল এলড্রিন অসি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে বেশ আলোচিত কয়েকটি ঘটনায় প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। আমির হামজা, মারিয়া, টুম্পা সহ অসংখ্য শরীর জ্বলসে যাওয়া বার্ন রোগিকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ্য করে তুলেছেন। নিজের উপার্জিত অর্থের সিংহভাগ খরচ করেন সমাজের অবহেলিত, রোগাক্রান্ত, পুড়ে যাওয়া দুস্থ অসহায় রোগীদের উন্নত চিকিৎসা খাতে।
পল এলড্রিন জানান, সবাই কে বিনীত ভাবে অনুরোধ করে বলছি আপনাদের জানাশুনা মতে ঢাকাতে বা ঢাকার বাহিরে যদি কোন আগুনে পোড়া রুগি চিকিৎসার অভাবে কষ্ট পায় তাহলে বিচলিত না হয়ে সাথে সাথে ০১৪০০-২৪৫২৬৭ আমাকে ফোন করে জানান, আমি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো, কারন মানুষ তো মানুষের জন্য।