কাউসার আকন্দ, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: নরসিংদী ঘোরাশালে ১৫ আগস্ট উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন ও ঘোরাশাল পৌরসভার মেয়র পার্থী আল মোজাহীদ হোসেনসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। রিপোর্টটি তৈরি করেছেন কাউসার আকন্দ।