লেখক: মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
বান্ধিলাম তোরে বুকে রে ময়না
বান্ধিলাম তোরে বুকে
কত সুখেই আছস পাশেরে
ভাবছিলাম আমি বুঝি আছি সুখে রে।
সুখের ময়না তো সুখে ছিল না
ভালবাসারে বুঝি বুঝছিল খাঁচা
সুখের ছোঁয়া পাই নাই মন থেইকা
এ কেমন বল খাঁচা রে।
বুকের জমিনে ধান দূর্বা দিলাম
কত সুখেই না খাইলি
ঠোটের আঘাতে যে বিক্ষত করলি
একবার কি ফিরা দেখলি।
উড়াল দিলি খোলা আকাশে রে ময়না
ডানা মেইলা তোর উড়ন
বাঁজপাখি যে আশে পাশে ঘুরে রে
তবুও চাইনা তোর মরণ রে ময়না।