এস.এম.নাহিদ, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : ‘বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়’- সমাজে এই প্রবাদটি না শোনার মানুষ খুবই কম পাওয়া যাবে আজকাল। তবে নিয়মিত গাছের পরিচর্যা না থাকলে সুস্বাদু নাও হতে পারে প্রিয় ফলটি। যেমন প্রয়োজন কোন নীতি মানেনা বলেই অতিষ্ঠ ক্ষমতাধর জনগণ ঝুকে পড়ছে এবার ক্লিন ইমেজের দিকে।
ঢাকা-১৮ উপনির্বাচন আসন্ন। আর এই একটি আসন থেকে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৫৬ জন। তার মধ্যে ৪ জন নারী এবং ৫২ জন পুরুষ। ইতিমধ্যে ব্যাতিক্রমী ২/১ জন ছাড়া বাকি সবাই আত্ম প্রচারে গ্রুপিং লবিং নিয়েই ব্যাস্ত সময় পার করছেন নিজ নিজ এলাকায়।পাশাপাশি সাধারণ মানুষও পড়েছেন বেকায়দায়। কাকে রেখে কার ডাকে সাড়া দেবেন কার পিছে থাকবেন, এমন দোদুল্যমান অবস্থা এখন ঢাকা-১৮ আসনের অধিকাংশ বাসিন্দাদের। এলাকার কেউ কেউ আবার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও শংকা প্রকাশ করেছেন। তবে সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে কোন অদক্ষ কিংবা বিতর্কিত ব্যাক্তিদের নির্বাচনে অংশ নেবার কোন সুযোগ থাকছেনা এবারকার ঢাকা-১৮ উপনির্বাচনে।জনমত জরিপেও দিন দিন ক্লিন ইমেজধারী ব্যাক্তিদের গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে।
আর্ত মানবতায় নিবেদিত লায়ন্স ক্লাবের আজীবন সদস্য নাজমা আক্তার মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য কাজ করার লক্ষ্যেই রাজনীতিতে আসার অন্যতম ও প্রধান কারণ।পাশাপাশি বিশিষ্ট নেত্রী সাহারা খাতুনের স্নেহধন্য ছোট বোন নাজমা আক্তার তার বোনের অসমাপ্ত সমাজসেবামূলক কাজ যেমন, রাস্তাঘাটের উন্নয়ন, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, মসজিদ মাদ্রাসার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য লক্ষ্য নিয়ে ঢাকা ১৮ আসন উপনির্বাচনে জয়ী হয়ে মানুষের পাশে থাকতে চান।প্রয়াত সাহারা খাতুনের হাত ধরে উত্তর এলাকাবাসী পেয়েছে এক আধুনিক শহর। রাস্তাঘাট, মসজিদ- মাদ্রাসা, পুরো শহর ব্যবস্থায় এসেছে আধুনিকতার ছোঁয়া।
সাহারা খাতুনের অকাল প্রয়াণে অনেক সমাজ সেবামূলক কাজে তিনি অসমাপ্ত রেখে গিয়েছেন। তাই তার সকল উন্নয়ন মূলক কাজ যেগুলো অসমাপ্ত রয়ে গিয়েছে সে গুলোকে সামনে এগিয়ে নিতে ৪টি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক নাজমা আক্তার নৌকার কান্ডারী হিসেবে কাজ করে রাস্তাঘাট, স্কুল-কলেজ এবং মসজিদ-মাদরাসা উন্নয়ন ও বেকারত্ব ঘুচিয়ে মানুষের কর্মসংস্থান সুযোগ তৈরী করার মাধ্যমে বঙ্গকন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে তিনি সামনে এগিয়ে নিয়ে যেতে চান।
এতিম অসহায় ও দুস্থদের সেবায় নিবেদিত সকলের প্রিয় নাজমা আক্তারও তাই হতে পারে একজন সৎ স্বচ্ছ ও নেতৃত্বের পূর্ণতায় কাণায় কাণায় পরিপূর্ণ প্রয়াত সাহারা খাতুনের মত নিরহংকারী নেতৃত্বের প্রতিচ্ছবি।
Araklı escort
Eşme escort
Alaşehir escort
Gölpazarı escort
Dalaman escort
Ermenek escort
İpsala escort
Birecik escort
Dinar escort
Andırın escort
mersin escort