টাইমস ২৪ ডটনেট, ঢাকা: মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ সারা বাংলাদেশে দমকা ও ঝড়োহাওয়াসহ থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে এই বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকাবাসী। মঙ্গলবার ঢাকাতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত বেকর্ড করা হয়েছে বাংলাদেশের রংপুরে ১৯৫ মিলিমিটার।
ঢাকায় সকাল থেকেই মেঘলা আকাশে থেমে থেমে ভাড়ী বৃষ্টি ঝরছে। বৃষ্টিতে সকাল থেকেই কাবু হয়ে পড়েছে ঢাকাবাসী। ঢাকার রাস্তাঘাট জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। দেখা দিয়েছে তীব্র যানবাহন সংকট। অফিসগামী যাত্রীরা পড়েন বিপাকে। রিক্সা, সিএনজিচালিত অটোরিকশায় রাখা হচ্ছে দ্বিগুণ ভাড়া। অনেকে পায়ে হেটেই রওয়ানা দেন কর্মস্থলে। বৃষ্টিপাতের ফলে জল জমে যাওয়া সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে করে বেড়েছে মানুষের চরম ভোগান্তি।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, আরও দুই দিন, অর্থাৎ ২৩ জুলাই পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৪ জুলাই থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে।
বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এ বৃষ্টিপাত বলেও জানান তিনি।