এস এম নাহিদ, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: ঢাকার পাশেই বালু নদীর তীরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১, ১২ ও ১৩ নং সেক্টরে গড়ে উঠেছে নীলা মার্কেট। পূর্বাচলের জনপ্রিয় বাজার হচ্ছে ‘নীলা মার্কেট’। এই বাজারেই পাওয়া যায় টক, ঝাল ও মিষ্টি ৪৮ রকমের চা। লোকমুখে এটি বাদশা ভাইয়ের দোকান নামে পরিচিত। তবে রঙ চা, দুধ চা, মালাই চা, বাদাম চা, জলপাই চা, আলু বোখরার চা, তেতুল চা, স্ট্রবেরি চা, মরিচ চা, ইন্ডিয়ান মালাই চা, চকলেট এ্যারোমা চা, চকলেট দুধ চা, কাশমেরী দুধ চা, মধুর দুধ চা, কটবেল চা, কাঁচা আমের ঝাল চা ও তুলসী চাসহ ৪৮ ধরনের চা বানায় বাদশা ভাইয়ের দোকানে। বাদশা ভাইয়ের ৪৮ ধরণের চা খেতে ঢাকাসহ আশপাশের এলাকার লোকজন নীলা মার্কেটে আসেন।