টাইমস ২৪ ডটনেট, ঢাকা: পুরান ঢাকার স্বামীবাগে ইসকন আশ্রমে প্রতিবছরের ন্যায় শুক্রবার শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শাস্ত্র মতে, স্বর্গের দেবতা ইন্দ্রের সৃষ্ট মহাপ্লাবন থেকে বৃন্দাবনবাসী এবং গোধন রক্ষাকল্পে ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন গিরি উত্তোলন করে তাতে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন। সে উপলক্ষে এই পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এসময় পর্যায়ক্রমে শ্রীমদ্ভাবগতপাঠ, ভজন কীতর্ন, রাজভোগ ও আরতি নিবেদনসহ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব উপলক্ষে স্বামীবাগে ইসকন আশ্রমে স্বাস্থ্যবিধি মেনে হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হন।