টাইমস ২৪ ডটনেট, ঢাকা: ব্যস্ত যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য ২৮ ফেব্রুয়ারী শুক্রবার গাজীপুরে ‘ছুটি’ রিসোর্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ফ্যামিলি ডে ও বার্ষিক বনভোজন’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় কর্মরত বিভিন্ন টিভি চ্যানেল, জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত রিপোর্টারদের নিয়ে গঠিত রিপোর্টার্স ইউনিটির প্রত্যেক সদস্যরা হচ্ছে পেশাদার সাংবাদিক।
জানা গেছে, বাংলাদেশের গাজীপুরস্থ ভাওয়াল জাতীয় উদ্যান ঘেঁষে প্রায় ৫০ বিঘা জায়গাজুড়ে ছুটি রিসোর্ট। গ্রামীণ আবহে অবকাশ যাপনের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এ রিরিসোর্ট। ডিআরইউর ফ্যামিলি ডে ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিনটি বিশাল এলাকাজুড়ে এ রিসোর্টে চলে নানা আয়োজন। ডিআরইউর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ফ্যামিলি ডে ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।