এস.এম.নাহিদ, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : এবার ডোনাল্ড ট্রাম্পের সহায়-সম্পত্তির ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। শুক্রবার রাতে যেখান থেকে সোলাইমানি হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, সেই বিলাসবহুল রিসোর্টটিসহ কয়েকটি পাঁচ তারকা হোটেলও রয়েছে এ তালিকায়। ইরানি প্রেসিডেন্টের উপদেষ্টা হাসেমুদ্দিন আহসান কোথায় কোথায় হামলা করা হবে, তার পুরো তালিকাই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন । তালিকার প্রথমেই রয়েছে ফ্লোরিডার পামবিচে বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগো।
শুক্রবার রাতে এখান থেকেই সোলাইমানি হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া রয়েছে ওয়াশিংটন ও লাসভেগাসে কয়েকটি পাঁচ তারকা হোটেল। আরও রয়েছে নিউইয়র্কে নিউইয়র্ক টাওয়ারসহ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে তার সব হোটেল ও রিসোর্টের নাম।
বিশ্বের শ্রেষ্ঠ সমরবিদ ও ইরানের শীর্ষ সেনা কমান্ডার কাসেম সোলাইমানি হত্যায় ওয়াশিংটন-তেহরানের মধ্যে যুদ্ধ উত্তেজনা বিরাজ করছে। দেশ দুটি পরস্পরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। হত্যার প্রতিশোধ নিতে ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসেও হামলার হুমকি দিয়েছেন ইরানের নেতারা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ৫২টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর হুশিয়ারির সামনেও মাথা সামান্য নরম হননি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির। পাল্টা জবাব দিয়ে বলেছেন, ‘ইরানকে হামলার ভয় দেখাবেন না। ভয় দেখিয়ে লাভ হবে না।
এক টুইটার বার্তায় রুহানি এও মনে করিয়ে দিয়েছেন, অতীতে ইরানি বিমানের ওপর মার্কিন আঘাতে ২৯০ জন ইরানি নাগরিককে হত্যা করেছে ওয়াশিংটন। রুহানির চেয়েও সুর চড়িয়ে ইরানের নতুন সেনাকর্তা জেনারেল ইসমাইল কানির গলায়। সোলেমানির স্থলাভিষিক্ত হয়ে কানি বলেন, ‘আল্লাহর সাহায্য নিয়ে শহীদ সোলাইমানির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে ইরান। সোলাইমানির শহীদ হওয়ার বদলা নিতে আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়া করা হবে।পুরো মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি এবং সৈন্য উচ্ছেদের হুংকার দিয়েছেন তিনি।