টাইমস ২৪ ডটনেট, ঢাকা: করোনাভাইরাসে থমকে আছে বিশ্ব। থমকে আছে জীবন। শূন্যতায় মুড়ে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার। করোনা ভাইরাসের বিস্তার রোধে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক নিষিদ্ধ। বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতে নেই পর্যটকের ঢল। সেই নিস্তব্ধতার মধ্যেই সাগরে দেখা মিললো চোখ জুড়ানো দৃশ্য। সাগরের শান্ত স্নিগ্ধ পানিতে ডলফিনের মনোমুগ্ধকর লাফালাফি। চোখ জুড়োনো এমন দৃশ্যের অবতারনা কক্সবাজার সমুদ্র সৈকতে। বহুদিন পর দেখা গেলো ডলফিনের ঝাঁক।
বিশেষজ্ঞদের মতে, এটা পরিবেশের ওপর নেতিবাচক চাপ কমার লক্ষণ। গত কয়েকদিন ধরেই দেখা মিলছে কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছাকাছি বিভিন্ন এলাকায় ডলফিনের এমন আনন্দ নৃত্য।
স্থানিয়রা জানিয়েছে, গত ৩ দশকে কক্সবাজার সমুদ্র সৈকতে কখনো ডলফিন খেলা করতে দেখা যায়নি। গত কয়েক দিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকত খালি করে রেখেছে স্থানিয় প্রশাসন। এর ফলে সৈকতের দূষন একেবারেই কমে গেছে। সৈকতে দূষন ও পর্যটক না থাকায় ডলফিন এসেছে বলে ধারনা করছে তারা।