মোহিত চৌধূরী
বিশ্ব অর্থনীতির অন্যতম সুপার পাওয়ার, রাজনীতি অর্থনীতি সমাজনীতি ধর্মনীতি মানবাধিকার বাক্ স্বাধীনতা আইনের শাসন।শিল্প-সাহিত্য, শিক্ষা-সংস্কৃতি, প্রগতি প্রাচীণ সভ্যতার সুশৃঙ্খল ও গতিশীল জাতীয় নাগরিক জীবন শিল্পের দেশ প্রজাতান্ত্রিক ইতালীয়া।
পাহাড় পর্বত সাগর জল প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গ দেশটিতে পৃথিবীর ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
অসংখ্য পাব নাইটক্লাব ডিস্কোতেক্কা পিয়াচ্ছা বার রেস্টুরেন্ট দূর্গ গীর্জা পৃথিবীর বিখ্যাত মিউজিয়াম।
বিশ্ববিদ্যালয় ভ্যাটিকানের ধর্মীয় পর্যটন নগরী।
জলকন্যা ভেনেছিয়া সাগর দ্বীপ। অন্তর্বাস পরিহিতা রাগাচ্ছাদের প্রিয় সমুদ্র সৈকত।
রসনা বিলাসী ভ্রমণ প্রিয় মানুষের প্রিয় পিছ্ছা ও কোমল পানীয় এবং সুপেয় জল রয়েছে এখানে।
গতিশীল নাগরিক জীবন প্রবাহের জন্য অভ্যন্তরিণ অবকাঠামো গত উন্নয়ন অগ্রগতি, দেশজ শিল্প, শ্রমশক্তি শ্রমশিল্প, স্থিতিশীলতা। দূর্নীতি মুক্ত টেকসই উন্নয়ন দেশটিকে জাতীয় অর্থনীতির একটি মজবুত ভিত্তিতে দাঁড় করিয়েছে।
এমাটিতে জুলিয়াস সিজার, অগাস্টিন, লিওনার্দো দ্য ভিঞ্চি, মিকেলাঞ্জেলো, গ্যালিলিও জনকীটস,কলম্বাস,
মুসোলিনী, ফ্লোরেন্স নাইটেঙ্গেল,রোমীও জুলিয়েট সহ বিশ্ববরেণ্য কবি সাহিত্যিক দার্শনিক চিত্রকর কালজয়ী প্রেম, আবিস্কারক সেবিকা ও বীর পুরুষ ঘুমায়।
স্মৃতিধন্য হয় মিলিনিয়াম প্রবর বিজ্ঞানী আইন্সটাইন কমিউনিজম দার্শনিক কার্ল মার্ক্সের পদচিহ্নে।
চুপিসারে বিরহের কথা লিখে পাঠায় ভেনাস।
পেমের দেবতা ইউরেনাস।
এথেন্সের ডেলফিল মন্দির কাঁপানো দৈববাণী,
এমাটির শ্রেষ্ঠ জ্ঞানী কে?
প্রকম্পিত বাণী হলো।
কুৎসিত সুমহান সক্রেটিস।
সক্রেটিসদের দর্শনে মোড়ানো,
পশ্চিমা এ সভ্যতার দেশ।
যেখানে ঘাতক ব্রুটাস চায়নিজ ভাইরাস নভেল কোভিড ১৯ আঘাত হেনেছে।
চেরী টিউলিপ নীলপদ্মপুষ্প পত্র পল্লব বিষক্রিয়ার বেদনায় বেদনাশ্রুর আঁখিজল ঝড়াচ্ছে অবিরল।
চেরীপুষ্প পত্র সম মানুষের আঁখিজল টলমল
অথচ, যে আঁখিতে এত হাঁসি এত গান এত কবিতা লুকানো। বালিকা চত্ত্বর গুলো প্রেমহীন মরুদ্যান।
হিমেল হাওয়ায় নীলাদ্রির রঙ মাখানো নীল গুলো বেদনার মহাসাগরে বেদনার মহাকাব্য।
নভেল কোভিড ১৯ এর ছোবলে প্রিয় নীল পদ্মপুষ্প পত্রসম মানুষ গুলো ক্রমশ চলে যাচ্ছে পরলোকে।
ছিনোরী ছিনোরে ছিনোরিনে বেদনায় ভারাক্রান্ত।
প্রতিটি পরলোক গমনের পেছনে রয়েছে
পিতৃ হারা শিশুটির কান্নার রোল।
প্রিয় পত্নীর রাত্রি জাগা অজস্র রজনী কাব্য,
নব প্রিয়ার এলোকেশে ফুলশয্যার বিধ্বস্ত রুপোলী রাত্তিরের চিন্তালোক।
নিশ্চয়ই ইতালির পুনর্জাগরণ হবে
এ মৃত্যুর মিছিল থেমে যাবে,
বাতাশে লাশের গন্ধ থেমে যাবে
মৃত্যু মিছিলের আঁধার পেরিয়ে,
গীর্জা চূঁড়ায় করোনা ভাইরাস জয়ের বিজয় ঘন্টা ধ্বনিত হবে।
জেগে উঠবে নব প্রানের বিজয়োল্লাসে।
ইতালির প্রতি সমগ্র চিতাদিনীর গভীরতম ভালোবাসায়। আগামীর অরুনালয়ের অগ্নি জ্বেলে।
ফ্লোরেন্স সিটি, ইটালী
বৃহস্পতিবার রাত্রি
২ এপ্রিল ২০২০ইং