আল-আমিন সরকার, সিনিয়র রিপোর্টার, টাইমস টোয়েন্টিফর ডটনেট: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড গৌরিপুরর শাখা, আশুলিয়া, ঢাকায় মুজিব শতবর্ষ উৎযাপিত হয়েছে। শাখা প্রধান মোহাম্মদ সামাউন মোল্লার নেতৃত্বে ব্যাংকটির সকল কর্মী ১৮ ই মার্চ সকাল ১০ঃ০১ থেকে ১০ঃ১০ মিনিট পর্যন্ত মুজিব শতবর্ষ প্লেকার্ড হাতে নিয়ে শাখার সামনে অবস্থান করে। অতপর শাখার ভিতর কেক কেটে আনুষ্ঠানিকভাবে মুজিব শতবর্ষ উৎযাপন করে।