শামীম চৌধুরী, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর শুরু প্রথমে বর্ণাঢ্য র্যালি পদযাত্রা এর পর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউন্সে রুমে ১২ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত অনুষ্ঠিত হয়।কুরআন তেলওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হারুন অর রশিদ(জাতীয় সাংবাদিক সংস্থা)। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. এম মুফাজ্জল(সম্পাদক,দি নিউ নেশান),বিশেষ অতিথি ছিলেন মোঃরফিকুল ইসলাম (প্রকাশক ও সম্পাদক,দৈনিক আওয়ার বাংলাদেশ),উপস্থিত ছিলেন আবুল বাশার মজুমদার(সদস্য সচিব,জাতীয় সাংবাদিক সংস্থা),উপস্থিত ছিলেন আলমগীর গনী(স্টিয়ার কমিটির সদস্য),উপস্থিত ছিলেন সৈয়দ তাজ উস সফি(সাবেক মহাসচিব,জাতীয় সাংবাদিক সংস্থা),মীর লিয়াকত আলি(প্রতিষ্ঠাতা সভাপতি,জাতিয় সাংবাদিক সংস্থা)। শাহজাহান মোল্লা(প্রতিষ্ঠাতা সদস্য,জাতীয় সাংবাদিক সংস্থা),লায়ন গনী মিয়া বাবুল(সভাপতি,বঙ্গবন্ধু গবেষনা পরিষদ), এস,এম মোরশেদ(সম্পাদক,সাপ্তাহিক অপরাধ বিচিত্রা), আবুল হোসেন,মোস্তফা ইয়াসিন,সুমন মাহবুব,আবদুস সাত্তার, আহম্মদ আলী,প্রিযাংকা ইসলাম(সম্পাদক, দৈনিক বর্তমান),নাদিকুর রহমান বিজয়(কেন্দ্রিয় সাধারন পরিষদ সদস্য,জাতীয় সাংবাদিক সংস্থা) প্রমুখ। বক্তব্যে প্রধান অতিথি সাংবাদিক সংস্থার অগ্রগতি,সাফল্য ও সমৃদ্ধি তুলে ধরেন এবং সাংবাদিকদের অধিকার আদায় সম্পর্কে বলেন,সাংবাদিকরা সমাজে নির্যাতিতো ও অবহেলিত তাই সরকারের দৃষ্টি আকর্ষন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুহম্মদ আলতাফ হোসেন(সভাপতি,জাতীয় সাংবাদিক সংস্থা)। আলোচনা সভার উপস্থােনা করেন মুহাম্মদ আবু হানিফ(প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সংবাদ উপস্থাপক,বাংলাদেশ বেতার যুগ্ন সম্পাদক,সাপ্তাহিক সংবাদ দিগন্ত)। উক্ত আলোচনার পরে কেক কাটা, গুনিজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফটোসেশনের মধ্য দিয়ে বলে ১ টায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।