লেখক : মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
অভাব, দারিদ্রতা, তুমি ভালই শিখিয়েছো মোদের
শিখিয়েছো তুমি, মুখ বন্ধ করে, অত্যাচারিত হবার অঙ্গিকার
অভাব, দারিদ্রতা, তুমিতো মোদের ভালই শিখিয়েছ
শিখিয়েছ, কিভাবে পেটের ক্ষুধাকে করতে হয় অস্বীকার।
অভাব, দারিদ্রতা, তুমিই তো শিখিয়েছো
কেমন করে , পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে থাকতে হয়
অভাব, দারিদ্রতা, তোমারতো শিক্ষা দেবার অভাব নেই
নিরন্ন দেহে, কেমনে, মানুষের কাছে হাত পাততে হয়।
অভাব, দারিদ্রতা, তোমারতো দর্পনের অভাব নেই
তোমার দর্পনে চোর, বাটপার, পতিতার ছবি অবিরত
অভাব, দারিদ্রতা তোমার ক্ষমতাতো অনেক
ক্ষমতার ভরে নির্দিধায় অবিচার , অনাচার চলে অনবরত।
অভাব, দারিদ্রতা, তুমিইতো শিখিয়েছো মোদের
ধৈর্য্য , সহ্য, মহানুভবতা ও সহনশীলতা
অভাব, দারিদ্রতা, তুমিইতো শিখিয়েছো
অত্যাচারীর, কঠিন কোঠারের আঘাতেও, নিশ্চুপ থাকার বারতা।
অভাব দারিদ্রতা তুমিই তো শিখিয়েছো, ধৈর্য ধরার
ক্ষুধার তাড়নায়, সন্তানের মর্মভেদী সুরের, আর্তনাদের ক্রন্দন
অভাব, দারিদ্রতা, তুমিই তো শিখিয়েছো মোদের
সন্তান বিক্রি করে দেবার মত ছন্দপতন।
অভাব, দারিদ্রতা, তুমিই তো শিখিয়েছো মোদের
গভীর সমুদ্রে, জীবনের পালে যুদ্ধ করা
অভাব, দারিদ্রতা, তুমিই তো শিখিয়েছো
আত্মহননের সুরে, জীবন থেকে ঝরে পড়া।
অভাব, দারিদ্রতা, তুমিই তো শিখিয়েছো
প্রতিকূলতার বিরুদ্ধে কি করে লড়তে হয়
অভাব, দারিদ্রতা, তুমিই তো শিখিয়েছো
অধিকার আদায়ে, কেমন করে, জীবন বাজি রেখে, মরতে হয়।
অভাব, দারিদ্রতা, তুমিই তো শিখিয়েছো
আপনকে, কি করে করতে হয় পর
অভাব, দারিদ্রতা, তুমিই তো শিখিয়েছো
স্বার্থপরকেও আপন করে নেবার চরাচর।
অভাব, দারিদ্রতা, তুমিই তো শিখিয়েছো
বিদীর্ণ কষ্টে, অপরের তরে, নিষ্পেষনের কৌশল
অভাব দারিদ্রতা তুমিই তো করেছো
বিদগ্ধ হৃদয়ে, জ্বালিয়েছো, কষ্টের মহামারী, দাবানল।
অভাব, দারিদ্রতা, তুমিই তো শিখিয়েছো
ভাল, মন্দ, সৎ- অসৎ, সব কর্ম, সব জানি
অভাব, দারিদ্রতা, তুমিই তো করেছো
সৎ, সুন্দর, কর্ম-সার্থক তাও মানি।
অভাব, দারিদ্রতা, তোমায় করিনা ছোট
করিনা তোমায় ঘৃণা গালমন্দ
তোমার তাপে কেউ ব্যতিত, কেউ সোভিত
তুমিইতো জীবনের ভাল-মন্দের, ছন্দ।