মৌসুমি আক্তার
দাদু তুমি যাচ্ছ কোথায়?
চরের হাটে।
ওখানে কি গো?
পান সুপারি।
খাবে কে গো?
তোমার দাদি।
তুমি তবে?
একটু ছিটা দেয় যদি।
কেন গো দাদু?
আমার একটু বয়স বেশি।
তাতে কি গো?
তামাক পাতায় অনেক ক্ষতি।
দাদি তো বেশ ভালোই দেখি?
আছে তবে।
তবে কি গো?
তোমার দাদি বড্ড জেদি।
সেটা কেমন?
রাগ যদি হয় কারো সাথে
ঝাল পড়বে আমার পিঠে।
সেটাই আবার মন্দ কি গো?
না না সেটাই।
ধরলাম তবে আছ সুখে?
মোদের ছিল প্রেমের বিয়ে।
তাই বুঝি?
ওদের ছিল জমিদারি
মােদের শুধু ভিটেবাড়ি।
বিয়ে যেদিন হলো শেষ
রাণী চালকে বসলো বেশ।
তারপর?
যেদিক চালায় সেদিক চলি
ঢেকুর আসলে গিলে ফেলি।