লেখক : মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
ঝিরি ঝিরি বায়ু বাতাসের সনে
কাশ বনে লেগেছে দোল
মিষ্টি সকালে শিশির বিন্দু ঘাসের পরে
তোমায় দেখার তরে মন যে ভীষন আকুল।
আকুলি বিকুলি মন নিয়ে
পথপানে চেয়ে আছি
শরৎ শেষে হেমন্তের আগমনী
শীতে যেন বন্ধু, থাকতে পারি পাশাপাশি।
বসন্ত বাতাস বহে চারিধারে
মৌমাছিদের কেবলই আনাগোনা
স্বার্থক হোক জীবন সকলের সব ঋতুতে
ভালোবাসার মধুময়তাই হোক না চিরচেনা।