মো. আ. জব্বার, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে. আই) ফাজিল মাদ্রাসার গণিত বিষয়ের প্রভাষক মো. আব্দুর রাজ্জাক এর বড় পুত্র মাহমুদুল হাসান রূপক সব বিষয়ে A+ প্রাপ্ত হয়ে সবচেয়ে ভাল ফলাফলের মাপকাঠি গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। সে দেশের নামকরা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যকে সামনে রেখে নিয়মিত লেখাপড়ায় ভাল ফলাফল অর্জন করে যাচ্ছে। ইতিপূর্বে সে ৫ম শ্রেণী শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল।
এ বছর সে ময়মনসিংহস্থ আফরোজ খান মডেল স্কুল থেকে বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পিতা-মাতাসহ পরিবারের সকলের মুখ উজ্জ্বল করেছে। মাহমুদুল হাসান রূপকের গ্রামের বাড়ী ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে। তার মাতার নাম মমতাজ বেগম। দুই ভাইয়ের মধ্যে সে বড়।
আশাবাদ ব্যক্ত করে মাহমুদুল হাসান রূপক বলেন, লেখা-পড়া করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে আমি ভবিষ্যতে দেশসেরা ইঞ্জিনিয়ার হয়ে মানুষের খেদমত করতে চাই।
সে তার ফলাফলের জন্য মা-বাবা সহ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। সে সকলের নিকট দোয়াপ্রার্থী।