বিশেষ প্রতিনিধি, টাইমস ২৪ ডটনেট, ময়মনসিংহ থেকে : শোভাযাত্রা, বেলুন উড়ানো, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকেলে এ উপলক্ষ্যে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। শোভাযাত্রাটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে গাঙ্গিনারপার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত জেলা ও উপজেলার সাংবাদিকদের নিয়ে কেক কাটেন মন্ত্রী।
প্রেসক্লাব মিলনায়তনে সন্ধ্যায় জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিত রায়ের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এছাড়াও ৬ বারের নির্বাচিত ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের সংসদ গন পরিষদ সদস্য আলহাজ¦ মোসলেম উদ্দিন অ্যাডভোকেট, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ারুল আবেদীন তুহিন, সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ এস এম হাবীবুল্লাহ এবং আরেক প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দীন এই দুজনকে সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা ও সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে অনুষ্ঠানে আগত অতিথি ও দর্শনার্থীবৃন্দ। উল্লেখ্য ১৯৫৯ সনের ৮ মার্চ ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রেসক্লাব সদস্য রয়েছেন ৮৭ জন।