এস.এম.নাহিদ, বিশেষ প্রতিনিধি, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : এরিসন হোল্ডিংস লিমিটেড আয়োজিত শীত এবং বৈশ্বিক করোনা মহামারিতে পূর্বাচল-১নং সেক্টরে গত ৩০শে ডিসেম্বর বুধবার ঢাকা মহানগর উত্তরের ৪৩নং ওয়ার্ডের অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল, মাস্ক ও খাবার বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সমাজ সেবক লায়ন নাজমা আক্তার।তিনি বলেন – ২০২১ ইংরেজি নতুন বছরে আমরা সামাজিক দক্ষতা অর্জন করে প্রকৃত মুল্যবোধ সম্পন্ন মানুষে যেন পরিনত হতে পারি।করোনা মহামারিতেও সমাজের প্রতিটা দুস্থ-অসহায়দের পাশে যেন মিলেমিশে আমরা থাকতে পারি।এই হোক আগামী দিনে আমাদের একমাত্র ব্রত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির এমডি তাসফিকুর রহমান,আইটি বিভাগের প্রধান শাহ তাহরিম আল তাবিন,ডিরেক্টর সাঈদ আহমেদ,ডিরেক্টর ড.রুবাইয়াৎ অর্ক,ম্যানেজার হাসিব রানা হিরণ,কনট্রাকটর মো:কামরান আলী সহ আইটি বিভাগের ফারহান চৌধুরী ও সিভিল ইঞ্জিনিয়ার রনি ইসলাম।
উল্লেখ্য, এরিসন হোল্ডিংস্ লিমিটেডের পক্ষ থেকে গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বিমান বন্দর রেলষ্টেশনের কার পার্কিং এ ঢাকা মহানগর উত্তরের সাতটি থানা এলাকার দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে এমডি জনাব তাসফিকুর রহমান কম্বল এবং মাস্ক বিতরণ করেন।