আহমেদ সাব্বির রোমিও, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মাওলা মাসুদ ম্যাক্স। বর্তমানে চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ম্যাকসেল কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান মাওলা মাসুদ ম্যাক্স।৷ মুন্সিগঞ্জ উপজেলার মিরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকায় খাদ্য সংকটে থাকা এসব মানুষকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, মুড়ি, চিনি, লবনসহ
নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সবার ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মরণঘাতি নোবেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে আবারও মধ্যবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেই চলেছেন।
সরকারি নির্দেশনা মেনে লোক সমাগম না করে মধ্যবিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে এ খাদ্যসামগ্রী অাবারো পৌছে দিয়েছে তিনি।
সেই সাথে সাথে এই বিপদের সময় সমাজের বিত্তবান ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়াবার আহবান জানিয়েছে।