বিশেষ প্রতিনিধি, টাইমস ২৪ ডটনেট, ময়মনসিংহ থেকে : ভারতের উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্টি কর্তৃক দিলীর মসজিদে অগ্নি সংযোগ, মুসলমানদের বাড়ী ঘরে হামলা, নির্বিচারে মুসলমান হত্যার প্রতিবাদে শুক্রবার বাদজুমা ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ জেলার উদ্যোগে বড় মসজিদ চত্বরে সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে নতুন বাজার ট্রাফিক মোড়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শহরের আলেম ওলামা সব সর্বস্তরের জনগন অংশ গ্রহন করেন। বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে ইত্তেফুকুল ওলামার কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেদ সাইফুলাহ সাদী, মাও: জাকারিয়া, মুফতি গোলাম মওলা ভুইয়া, মাও: শরিফুল ইসলাম, শেখ ফিরোজ আহমেদ, মাও: মানজির আহমেদ খান তাফসির, মুফতি ফাহিম ইব্রাহিম প্রমুখ বক্তব্য রাখেন।