শামীম চৌধুরী, টাইমস ২৪ ডটনেট, ঢাকা :বুধবার ১১ মার্চ সকাল ১০টায় নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) মহোদয়ের নিকট গোপন সংবাদ আসে বেনাপোল বর্ডার থেকে ফেনসিডিলের বড় একটি চালান নড়াইল শহর হয়ে পিরোজপুরের যাবে। সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার, এ এস আই মোহাম্মদ মাহাফুজ কে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ প্রদান করেন,এ এস আই মাহাফুজ সঙ্গীয় ফোর্স। এ এস আই মোহাম্মদ সেলিম মুন্সি কনেস্টেবল বক্তিয়ার, কনেস্টেবল ওবায়দুর, কনেস্টেবল রাজু, কনেস্টেবল রুহুল, কনেস্টেবল জীবন সহ নড়াইল নতুন বাসস্ট্যান্ডে হাতির বাগান এলাকায় ওত পেতে বসে থাকেন সকাল সাড়ে ১০টায় বাস এসে হাতিবাগান বাসস্ট্যান্ডে দাঁড়ালে মোহাম্মদ মামুন হোসেন ৪০, পিতা শাহা আলম, গ্রাম রোহিতলগনিয়া থানা নাজিরপুর পিরোজপুর এর ব্যাগ দেখে সন্দেহ হলে ব্যাগ তল্লাশি করে ১০৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিল উদ্ধারের পর তাকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।