মো. আ. জব্বার, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুকুরে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিজানা গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে মরহুম নইমুদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটি হাবিবুল্লা (হাবুল) এর দেড় বছরের পুত্র মোকাররম।
শিশুটির কাকা সার্জেন্ট মো. শফিকুল ইসলাম জানান, মোকাররম ঘুম থেকে উঠে কখন যে পুকুরের পড়েছে তা কেউ টের পায়নি। শিশুটিকে পুকুরে ভাসতে দেখে তার চাচা ওয়াসিম তাকে উদ্ধার করে স্থানীয় শিবগঞ্জ বাজারে ডাক্তারের চেম্বারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঐদিন বিকাল ৫ ঘটিকায় পুটিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে জানাযা নামাজ শেষে শিশুটিকে সামাজিক গোরস্থানে দাফন করা হয়।