মো. অা. জব্বার, টাইমস ২৪ ডটনেট, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধ : আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উৎযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসাইন। ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রেরিত কর্মসূচির আলোকে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় অংশ নেন সহ-সভাপতি পারভীন আখতার রেবা, মোঃ হযরত আলী, সদস্য শাহিদা পারভীন। অালোচনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম খান।