মো. আ. জব্বার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলবাড়িয়ায় ২৪ঘন্টায় ৩জনের আকস্মিক মৃত্যুর ও এক জন অসুস্থ্য হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় বইছে আলোচনার ঝড়। ঘটনাটি ঘটেছে উপজেলার নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) একই দিনে একই গ্রামে এনায়েতুল্ল্যাহ মন্ডলের ছেলে কাঞ্চু শেখ (৬৫) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং বীন চন্দ কোচ এর ছেলে অনিল চন্দ্র বর্মন (৫০) হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় কেশেরগঞ্জ বাজারে মারা যায়। এর আগের দিন সোমবার মোহাম্মদ আলীর ছেলে মকবুল হোসেন (৫৫) এর মৃত্যু হয় এবং কিনা মন্ডলের ছেলে বাদশা মিয়া গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। মৃত্যুর পূর্বে এদের সকলেরই বমি ও পাতলা পায়খানা হয়েছিল বলে পরিবারের লোকজন জানান। এলাকাবাসী জানান, এরা নাকি গত কয়েক দিন আগে স্থানীয় কৃষ্ণপুর বাজারের আশ-পাশে বসে মদ্যপাণ করছিল।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানা ওসি মোঃ ফিরোজ তালুকদার ঘটনাস্থল পরির্দশন করে জানিয়েছেন এদের পরিবারের লোকজন বলেছেন এদের অসুস্থ্যতায় মৃত্যু হয়েছে।