টাইমস ২৪ ডটনেট, ঢাকা: আমেরিকা প্রবাসী আমির আলী চৌধুরীর আধ্যাত্মিক মানবিক চিন্তা-চেতনা এবং কর্মকান্ড নিয়ে লেখিকা শাহিন হক রচিত আধ্যাত্মিক চেতনার বই ‘অনন্ত অসীম’ প্রকাশিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থিক প্রকাশনীর স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। কেক কেটে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর উপ-পরিচালক তপন বাগচী। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারে গীতিকার-সুরকার এবং সঙ্গীত পরিচালক কাজী দেলোয়ার হোসেন, কবি ও গীতিকার আয়াত হোসেন উজ্জল, গ্রন্থিক প্রকাশনীর প্রকাশক এবং যাকে নিয়ে বইটি লেখা হয়েছে আমেরিকা প্রবাসী আমির আলী চৌধুরীসহ অন্যান্যরা।
বইটি প্রসঙ্গে লেখিকা শাহিন হক বলেন, একজন মানুষ যিনি আমার আধ্যাত্মিক জীবনের গুরু। যিনি আমাকে শিখিয়েছেন মানবতা বড় ধর্ম এবং মানবতার মধ্যেই ধর্ম নিহিত। তার ব্যক্তিগত জীবন, সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখার পরও যিনি মানব সেবায় নিয়োজিত থেকেছেন। তার জীবনবোধকে অনুসরণ করেই এই বইটি লেখা। এর নাম দিয়েছি ‘অনন্ত অসীম’। বইটি পড়ে পাঠক তার জীবনের মানবিক গুণগুলো খুঁজে পাবে।