এস.এম.নাহিদ, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ০২ আবাসিক এলাকার ১নং রোডের ০১ নং বিল্ডিং এর ৫ম তলায় নিষিদ্ধ SKF নামের একটি এম.এল.এম কোম্পানির সন্ধান মিলেছে। সমাজের বিভিন্ন মানুষের সরলতার সুযোগ নিয়ে স্বল্প সময়ে কোটি টাকার মালিক বানিয়ে দেবার প্রলোভন দেখিয়ে এক এক জনের কাছ হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমান নগদ মোটা অংকের টাকা।
গাজীপুর থেকে পালিয়ে এসে বর্তমানে নিকুঞ্জে এই প্রতারক চক্রটি অধিক মুনাফা দেখিয়ে সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকা নিয়ে যে কোন সময়ে চম্পট দিতে পারে বলে পার্শ্ববর্তীদের ধারনা। তাই কেউ নি:স্ব হবার আগে এই SKF গ্রুপের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে অনেকই দাবী করেছেন।