আশিফুল ইসলাম জিন্নাহ্, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: গত ৮ই মার্চ, ২০২০ বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো ‘পপ অফ কালার’ -এর এক অভিনব মিলনমেলা। ২৭ হাজার মেয়েদের নিয়ে গঠিত জনপ্রিয় এই কমিউনিটির সদস্যদের জন্য এবার নারী দিবসে গুলশানের অভিজাত হোটেল সিক্স সিজনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠিত হওয়া এই ইভেন্টে সমাজের নানা ক্ষেত্রে সফল এবং সম্মানজনক অবস্থানে আছেন এমন নারীরা বক্তা হিসেবে ছিলেন।
বাংলাদেশ ওম্যান চেম্বার অফ কমার্স থেকে সঙ্গীতা খান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার মাহমুদা আফরোজ লাকী, টিনা জাবিন, পুনম প্রিয়াম, রুমানা আহমেদসহ বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য নারীরা তাদের বক্তব্যে নিজের এবং নারীদের জীবনের গল্প ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধানে দিক নির্দেশনা দেন৷
ম্যারিকো, নেসলে, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ইগলু, এসি আই লিমিটেড, বিডি বাজেট বিউটি, দ্য সুইটসিন কফিস, আজেলা বাই নিধা চৌধুরী ও আনোখি ফ্যাশন ওয়্যার -এর সৌজন্যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এলিগেন্ট ইভেন্ট সলিউশনস ছিলো সৌন্দর্য বর্ধনসহ অন্যান্য ডেকোরেশন এবং ড্রিমওয়েভার ছিলো ফটোগ্রাফি পার্টনার হিসেবে।
উপস্থিত সবার জন্য ছিল গিফট হ্যাম্পার এবং বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা। এসবের পাশাপাশি র্যাফেল ড্র এবং গেমসেরও আয়োজন করা হয়। asifultasin18@gmail.com